২৪ ঘণ্টার অনশনে অচেতন হাসনাত, সংহতি জানিয়ে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক ভবনের (রেজিস্ট্রার ভবন) বিভিন্ন ধরনের অনিয়মের অবসানের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবুল হাসনাত আব্দুল্লাহর আমরণ অনশনের ২৪ ঘণ্টা পার হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হয়ে বর্তমানে অচেতন অবস্থায় রয়েছেন তিনি।

গত তিন দিন অবস্থান কর্মসূচি পালনের পর মঙ্গলবার (২০ সেপ্টেম্ব) পৌনে ১২টার দিকে উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীদের গণস্বাক্ষর ও অভিযোগ নিয়ে গেলে উপাচার্য অসহযোগিতামূলক আচরণ করেছেন বলে অভিযোগ করে আমরণ অনশনের ঘোষণা দেন তিনি। বেলা ১২টার দিকে তিনি অনশন শুরু করেন।

২৪ ঘণ্টার অনশনে অসুস্থ হয়ে গেছেন আবুল হাসনাত আব্দুল্লাহআবুল হাসনাতের আমরণ অনশনের সঙ্গে সংহতি জানিয়ে প্রতিবাদী মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রেজিস্ট্রার ভবনের সামনে এ মানববন্ধন শুরু হয়। এ সময় তারা ১ ঘণ্টার মধ্যে কোনও ব্যবস্থা না নিলে গণঅনশনের হুঁশিয়ারি দেন। বর্তমানে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

মানববন্ধনে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আহসান হাবীব লিমন বলেন, ‘আমাদের এ আন্দোলন কোনও রাজনৈতিক আন্দোলন নয়। আমাদের আট দফা দাবি পুরোপুরি যৌক্তিক। হাসনাতের অবস্থা ভালো না। ঢাবি প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া না হলে আমরা গণঅনশনে যাবো।

আরও পড়ুন...

আমরণ অনশনের ঘোষণা ঢাবির সেই শিক্ষার্থীর

ঢাবি প্রশাসনিক ভবনে ‘অনিয়মের’ বিরুদ্ধে আবার শিক্ষার্থীর অবস্থান

প্রশাসনিক ভবন আধুনিকীকরণের দাবি ঢাবি শিক্ষার্থীর