ব্রাজিলের জয়ে পুরান ঢাকায় উল্লাস

সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফেভারিট তকমা ধরে রেখেছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। এই জয়ে পুরান ঢাকায় ব্রাজিল সমর্থকরা বাঁধ ভাঙ্গা উল্লাস করেছেন। দফায় দফায় কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করেছে। বাহাদুর শাহ পার্ক, কবি নজরুল কলেজসহ পুরান ঢাকার অলিগলিতে বড় পর্দায় হাজারো দর্শকের সমাগমে ব্রাজিলের আজকের খেলা দেখানো হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাফিয়া বলেন, আজ আমার প্রিয় দলের খেলা ছিল। প্রথম হাফে কোন গোল না হওয়ায় বেশ চাপে ছিলাম। আশেপাশের আর্জেন্টিনা ও জার্মানির সমর্থকরা উল্লাস করছিল। তারা ভেবেছে কোনও একটা অঘটন ঘটে যাবে। আজ তারা সবাই সার্বিয়া সাপোর্ট করেছে। কিন্তু ব্রাজিলের প্রতি আমাদের আস্থা ছিল—আমরা জয় লাভ করব, শেষ পর্যন্ত তাই হয়েছে। রিচার্লিসনের অসাধারণ গোল সবাইকে মুগ্ধ করেছে।IMG_20221125_021220

কবি নজরুল কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ রুমি বলেন, সব-সময়ের মতো এবারের বিশ্বকাপেও নিঃসন্দেহে ব্রাজিল ফেভারিট। প্রথম পর্যায়ে সার্বিয়া যথেষ্ট ভালো খেলেছে। তারা ব্রাজিলকে বেশ চাপে রেখেছিল। ব্রাজিল দলের সবাই তাদের সেরাটা খেলেছে। ফলশ্রুতিতে তারা অনায়াসে জয়লাভ করেছে। এই জয় যেমন তাদের প্রাপ্য ছিল তেমনি বিশ্বকাপের দাবিদারও কেবলমাত্র ব্রাজিল। বিশ্বকাপের সব কয়টা ম্যাচ ব্রাজিল জিতবে।IMG_20221125_023105

এদিকে ব্রাজিলের জয়ে কবি নজরুল কলেজ ছাত্রলীগের উদ্যোগে খিচুড়ির আয়োজন করা হয়। এতে ব্রাজিল সমর্থিত শতাধিক ছাত্রলীগ কর্মী ও সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিল। আর্জেন্টিনা ও জার্মানির বেশ কয়েকজন সমর্থকও ব্রাজিলের এই জয়ে খিচুড়ি খেয়েছে। ব্রাজিলের এই জয়ে কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির ব্রাজিল সমর্থিত সদস্যরা খাসি জবাইয়ের ঘোষণাও দেন।IMG_20221125_025520