ফল পুনর্মূল্যায়নের দাবিতে অনশন, ৬ শিক্ষার্থী অসুস্থ

ফল পুনর্মূল্যায়নের দাবিতে আমরণ অনশনে বসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ছয় জন অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে দুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল এবং চার জনকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। 

সোমবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন ছয় শিক্ষার্থী। এর মধ্যে গুরুতর অসুস্থ হয়ে রামেকে ভর্তি হয়েছেন সুমাইয়া ও মনিজা আক্তার।

এদিকে, বিষয়টি সমাধানে উপাচার্যের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছে শিক্ষার্থীদের প্রতিনিধি দল। রাত সাড়ে ৮টা পর্যন্ত বৈঠক চলছিল। এর আগে সকালে ফল পুনর্মূল্যায়নের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেন উর্দু বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী। 

বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নুর এবং উর্দু বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের অনশন ভাঙাতে গেলে বিভাগের অনিয়ম নিয়ে তাদের সঙ্গে উচ্চবাচ্য হয়। সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম টিপুর নেতৃত্বে প্রক্টর, জনসংযোগ প্রশাসক, ছাত্র-উপদেষ্টা, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়কসহ একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে উত্তপ্ত বাক্য-বিনিময় হয় তাদের। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, নাট্যকলা বিভাগের শিক্ষক ও মীর আব্দুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমেটরির ওয়ার্ডেন অধ্যাপক আতাউর রহমান রাজুসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা তাদের ওপর চড়াও হয়েছেন।

জানতে চাইলে বিষয়টি অস্বীকার করে আতাউর রহমান রাজু বলেন, ‘চড়াও হওয়ার বিষয়টি মিথ্যা। যদি ঘটনা প্রমাণ করতে পারে তবে আগামীকালের মধ্যে আমি চাকরি ছেড়ে দেবো।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহাকরী প্রক্টর আসাবুল হক বলেন, ‘বিষয়টি সমাধানে আলোচনা চলছে। আশা করছি, দ্রুত সমাধান হবে।’