‘বেগম রোকেয়ার দেখানো পথে নারীরা কৃতিত্বের স্বাক্ষর রাখছেন’

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ৯ ডিসেম্বর সারাদেশে দিবসটি পালন করা হয়। 

শুক্রবার সকালে এই উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রাঙ্গণ থেকে জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞাসহ শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক কেন্দ্রে এসে শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিখ্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভূঞা। 

তিনি বলেন, ‘নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার দেখানো পথে আজ নারীরা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। আমাদের বিশ্ববিদ্যালয়েও মেয়েরা পড়ালেখাসহ সব ক্ষেত্রে ভালো করছেন। নারী-পুরুষের সহাবস্থানই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এম এম মাহবুব আলমের সঞ্চালনায় ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা সামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, প্রক্টর অধ্যাপক ড. মনিরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. শরীফুন্নেছা মুনমুন, যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির সভাপতি অধ্যাপক ড. আনজুমান আরা, অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকী ও বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান। অনুষ্ঠানে চার জন মেধাবী ছাত্রীকে বই উপহার দেওয়া হয়।