‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক উদাহরণ’

বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক কর্মসূচি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বৈশ্বিক উদাহরণে পরিণত হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সাদেকুল আরেফিন। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাদেকুল আরেফিন।

ড. সাদেকুল আরেফিন বলেন, ‘বর্তমান বাংলাদেশ সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভিন্ন ভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক কর্মসূচি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বৈশ্বিক উদাহরণে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বয়স্কভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ প্রণোদনা, বাসস্থানের ব্যবস্থাসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। যা  উন্নয়নশীল দেশ প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হয়ে দাঁড়িয়েছে।’ 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্ম জহিরুল হক। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটি ভয়ঙ্কারার সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আদিল ফাহরুদ্দিন।

এতে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান ও সেক্রেটারি অধ্যাপক মো. মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

এর আগে ৫ জানুয়ারি একই স্থানে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ও ভারতের ইউনিভার্সিটি অব দিল্লির আইসিসিআর বঙ্গবন্ধু চেয়ার মো. শহিদুল হক।

এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইরান, নেপাল, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ মোট ১৪টি দেশের ২৫০ গবেষক সরাসরি ও অনলাইনে অংশ নেন। তারা ১৬৬টি গবেষণাপত্র উপস্থাপন করেন। কনফারেন্সে চারটি কি-নোট অধিবেশনসহ মোট ২৮টি প্যারালাল অধিবেশন অনুষ্ঠিত হয়।