৫ মাস পেরিয়ে গেলেও জাবির প্রথম বর্ষের ক্লাস শুরু হয়নি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রভোস্ট কমিটির সভাপতি ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কমিটির সভায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস পূর্বনির্ধারিত ১৫ জানুয়ারির পরিবর্তে ৩১ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আমরা নবনির্মিত হল দুটি উদ্বোধন করবো। আগে পুরাতন আবেদনকারীদের হলে উঠিয়ে পরবর্তীতে আসন ফাঁকা সাপেক্ষে নবীন শিক্ষার্থীদের হলের আসন বরাদ্দ দেওয়া হবে। আসন বরাদ্দের তালিকা ক্লাস শুরুর আগেই জানিয়ে দেওয়া হবে।’

এর আগে ভর্তি পরীক্ষা কমিটি ক্লাস শুরুর জন্য প্রথমে ১ জানুয়ারি ও পরে ১৫ জানুয়ারি নির্ধারণ করে। তবে এ সময়ের মধ্যে নবনির্মিত হলগুলো উদ্বোধন না হওয়ায় শ্রেণি কার্যক্রম শুরুর তারিখ পিছিয়েছে বলে জানায় ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, চলতি বছরের ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত পাঁচটি ইউনিটের অধীনে জাবির স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাঁচ মাসের অধিক সময় পেরিয়ে গেলেও নবীন শিক্ষার্থীদের ক্লাস এখনও শুরু হয়নি।