জাবি প্রেসক্লাবের বর্ষসেরা পুরস্কার পেলেন বাংলা ট্রিবিউনের ওয়াজহাতুল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের ‌‘বর্ষসেরা রিপোর্টার-২০২২’ পুরস্কার পেয়েছেন বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওয়াজহাতুল ইসলাম। ‘পরিবেশ ক্যাটাগরি’তে বাংলা ট্রিবিউনে প্রকাশিত ‘জাবিতে আসছে অতিথি পাখি, টাকার অভাবে পরিষ্কার হয়নি লেক’ প্রতিবেদনের জন্য তিনি এই পুরস্কার পান।

রবিবার (১৫ জানুয়ারি) জাবি প্রেসক্লাব কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন জাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান।

এ ছাড়া ‘অনুসন্ধানী রিপোর্ট’ ক্যাটাগরিতে ‘বছরজুড়ে অবহেলিত, ভাষা দিবসে সুরক্ষিত’ প্রতিবেদনের জন্য ভোরের কাগজ প্রতিনিধি নুর হাছান নাঈম এবং ‘অনুদানের ২৮ মাসেও কেনা হয়নি অ্যাম্বুলেন্স’ প্রতিবেদনের জন্য যায়যায়দিন প্রতিনিধি শিহাব উদ্দিনকেও বর্ষসেরা রিপোর্টারের পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার প্রদান শেষে জাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান বলেন, ‘গত এক বছরে জাবি প্রেসক্লাবের সাংবাদিকদের সংবাদ পরিবেশনের দক্ষতা অনেক বেড়েছে। ফলে আমরা অনেকগুলো ভালো ও গুরুত্বপূর্ণ সংবাদ পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে এসব সাংবাদিকের দক্ষতা আরও বাড়বে।’

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। এ ছাড়া বছরজুড়ে অনুষ্ঠিত বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।