ঢাবিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগে অবস্থিত দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্যোগে দিবসটি পালিত হয়।

এবার দিবসটির মূল পতিপাদ্য বিষয় ছিল অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। এদিন শুরুতে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে র‌্যালির উদ্বোধন করেন।

র‌্যালি শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত পোস্টারসমূহ প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে সমসাময়িক নানা দুর্যোগ যেমন­­–তাপ প্রবাহ, অগ্নি বিপর্যয়, ভূমিকম্প ও জলাবদ্ধতা ইত্যাদি বিষয়সমূহ উঠে আসে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পোস্টার প্রদর্শনীটি উদ্বোধন করেন।

সকাল ১১টায় ভূগোল ও পরিবেশ বিভাগের আর আই খান মিলনায়তনে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় অধ্যাপক ড. কাজী মো. ফজলুল হক এ বছরের প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোকপাত করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

তিনি বলেন, সঠিকভাবে নগরায়ন ও পরিবেশ সংরক্ষণে সকলকে সচেতন হতে হবে। উদ্ভাবনী ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ প্রশমন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় ভূমিকা রাখতে তিনি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।