ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন 

বর্জনের ঘোষণা বিএনপিপন্থি শিক্ষকদের, প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ-জামায়াত

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন। রবিবার (১০ ডিসেম্বর) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ, সাদা দল ও ইউট্যাব-এর নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপিপন্থি শিক্ষকদের নেতারা জানিয়েছেন, দেশে বিরাজমান অস্থির পরিস্থিতির প্রতিবাদ জানাতে ও দলীয় হাইকমান্ডের নির্দেশে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার বিকাল পর্যন্ত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠনের কোনও নেতা মনোনয়নপত্র উত্তোলন করেননি। তবে আওয়ামী লীগপন্থি শিক্ষকরা পূর্ণাঙ্গ দুটি প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি জামায়াতপন্থি শিক্ষকরাও পূর্ণাঙ্গ একটি প্যানেলে মনোনয়নপত্র তুলেছেন।

জানা গেছে, জিয়া পরিষদ তাদের সাধারণ সভায় নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেইসঙ্গে একই সিদ্ধান্ত নিয়েছে সাদা দল ও ইউট্যাব।

এ বিষয়ে জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া বলেন, ‘আমাদের সাধারণ সভায় দেশের বিরাজমান অস্থির পরিস্থিতির প্রতিবাদ ও কেন্দ্রীয় জিয়া পরিষদের পরামর্শে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের অবস্থান থেকে কথা বলার মতো পরিবেশ নেই। আমরা নীরব প্রতিবাদ জানানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছি।’

বিএনপিপন্থি শিক্ষকদের সম্মিলিত সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নিচ্ছি না। এই নির্বাচন বর্জন করলাম আমরা।’

সাদা দল এবার নির্বাচনে অংশ নেবে না উল্লেখ করে সংগঠনটির আহ্বায়ক ড. কে এম মতিনুর রহমান বলেন, ‘আমরা নির্বাচন বর্জন করেছি। আমাদের সংগঠনের কেউ মনোনয়নপত্র তুলবে না।’  

এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক মনোনয়নপত্র তুলেছেন। কারও বর্জনের সিদ্ধান্ত নির্বাচনকে প্রভাবিত করবে না।’