জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটির আহ্বায়ক আ স ম ফিরোজ-উল-হাসান এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ১৫০ জন পোশাকধারী সশস্ত্র ও সাদা পোশাকধারী পুলিশ ফোর্স নিয়োজিত থাকবে। এ সময় আরও অতিরিক্ত ৬০ জন আনসার সদস্য ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন। ভর্তিচ্ছুদের সহায়তায় বিভিন্ন ভবনে ১২০ জন বিএনসিসি ও রোভার স্কাউট সদস্য দায়িত্ব পালন করবেন।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট), জয়বাংলা ফটক ও বিশমাইল ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত পুলিশ টহলের ব্যবস্থা করা হবে ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানসমূহে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) চালু রাখা হবে বলে জানিয়েছে নিরাপত্তা অফিস।
ভর্তি পরীক্ষা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটি সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে প্রধান ফটক (ডেইরি গেইট) পর্যন্ত কোনও রিকশা চলাচল করবে না। ছাত্রী হল থেকে আসা রিকশাগুলো তারামন বিবি ছাত্রী হলের সামনে (টারজান পয়েন্ট পর্যন্ত) থামবে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের দিকে কোনও রিকশা চলাচল করবে না।
পরীক্ষার্থীদের গাড়ি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের বিশমাইল ফটক দিয়ে ঢুকবে এবং জয় বাংলা ফটক দিয়ে বেরিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করবে। বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ মাঠ, রাঙামাটি পানির ট্যাংকের মাঠ, বিশমাইল খেলার মাঠসহ জাবি স্কুল-কলেজ থেকে উত্তর দিকের সেনওয়ালিয়া পর্যন্ত অবস্থিত ফাঁকা জায়গাগুলো গাড়ি পার্কিংয়ের জন্য উন্মুক্ত থাকবে ও বিশ্ববিদ্যালয়ে ভাসমান কোনও দোকান থাকবে না।
উল্লেখ্য, এবারে এক হাজার ৮৪০ সিটের বিপরীতে এক লাখ ৯৭ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে ১০৮ জন লড়াই করবে।