দেরি করে আসা ও বিপদে পড়া শিক্ষার্থীদের জন্য ‘শহীদ তাজুল বাইক সার্ভিস’ 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ থেকে শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের চতুর্থ  শিফটের পরীক্ষা। রাস্তায় জ্যাম থাকায় পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে আফিফ নামে এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে পৌঁছান। তার সিট পড়েছে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজে। প্রধান ফটক থেকে রিকশা চলাচল বন্ধ থাকায় অল্প সময়ে কীভাবে পৌঁছাবেন? এ সময় ছাত্র ইউনিয়নের তথ্য সহায়তা কেন্দ্রের কাছে গিয়ে সহযোগিতা চান। 
তারপর তাকে  বাইকে করে যথাসময়ে কেন্দ্রে পৌঁছে দেন ছাত্র ইউনিয়নের কর্মী তানজিম আহমেদ। ফলে নির্ধারিত সময়ে পরীক্ষায় বসতে সক্ষম হন। 

শুধু আফিফ নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিতে আসা এমন অনেক শিক্ষার্থীকে যথাসময়ে কেন্দ্রে পৌঁছে দিতে কাজ করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের উদ্যোগে ‘শহীদ তাজুল বাইক সার্ভিস’।

ঢাকা থেকে আসা এক ভর্তিচ্ছু বলেন, ‘আমার সিট পড়েছিল স্কুল অ্যান্ড কলেজে। ভুলে সমাজ বিজ্ঞান অনুষদে চলে আসি। তখন শহীদ তাজুল ইসলাম বাইক সার্ভিস লেখা দেখা এগিয়ে যাই। এক ভাই আমাকে যথাসময়ে কেন্দ্রে পৌঁছে দেন। আমি ভাইদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবো।’

বাইক সার্ভিস দেওয়া স্বেচ্ছাসেবক তানজিম আহমেদ বলেন, ‘অনেক পরীক্ষার্থী বিভিন্ন কারণে আসতে দেরি হয়। তাদেরকে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে কাজ করছি আমরা। মাঝে মাঝে অনেকে ভুল ঠিকানায় চলে যায়। তাদেরকে আমরা সঠিক সময়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি।’

শুধু বাইক সার্ভিস নয়, ভর্তিচ্ছুদের আবাসন ও তথ্য কেন্দ্রিক সহায়তা কার্যক্রমও চালু রেখেছে জাবি ছাত্র ইউনিয়ন। এ বিষয়ে সংগঠনটির আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও  ছাত্র ইউনিয়ন জাবি সংসদ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় সর্বাত্মক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। ভর্তিচ্ছুদের টেন্ট সুবিধাসহ অন্তিম মুহূর্তে আসা পরীক্ষার্থীদের জন্য বরাবরের ন্যায় শহীদ তাজুল বাইক সার্ভিস চালু রাখা হয়েছে। এ ছাড়া দূর-দূরান্ত থেকে আসা ভর্তিচ্ছুদের আবাসন ব্যবস্থা নিশ্চিতেও যথাসাধ্য চেষ্টা করছে ছাত্র ইউনিয়ন।’