কুবি উপাচার্যের নামে ফেসবুকে ভুয়া আইডি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভুয়া আইডি খোলা হয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল।

সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টায় উপাচার্য অফিসিয়াল ফেসবুক থেকে লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে ওই ভুয়া আইডি থেকে ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি নিষিদ্ধ করা হলো’ এমন একটি পোস্ট দেওয়ার বিষয়টি শিক্ষকদের নজরে আসে। পরে শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। 

এই বিষয়ে উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে আমার নাম ও ছবি ব্যবহার করে একটি ফেক আইডি থেকে ভুয়া তথ্য ছড়াচ্ছিল। আমি ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। কাল থানায় জিডিসহ অন্যান্য আইনি সাহায্য নেবো।