মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য ফান্ড সংগ্রহ করবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য ফান্ড সংগ্রহ করবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিমুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন নির্মাণে সহায়তা করতে ক্যাম্পাসে ফান্ড সংগ্রের উদ্যোগ নিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এ জন্য আগামী ২৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাসে এ ফান্ড সংগ্রহ করবেন শিক্ষার্থীরা।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম শহিদুল হাসান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিযুদ্ধ বিষয়ে সকলের চতেনা সুদৃঢ় করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিচালনা কমিটির কাছ থেকে প্রতিকী ইট ক্রয় করা হবে। প্রতিটি প্রতির্কী ইটের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা। আগামী ২৬ মার্চ বিকেল আড়াইটার বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাসের ছাত্র কল্যাণ কেন্দ্র ক্লাবের সদস্যরা শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য ফান্ড সংগ্রহ করবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসকল শিক্ষক ও শিক্ষার্থীকে এ বিষয়ে আন্তরিক সহযোগিতা কারার অনুরোধ জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
/এসএনএইচ/