নিজামীর রিভিউ আবেদন খারিজ

প্রাণভিক্ষা বাকি, ফাঁসি কার্যকরে বাধা নেই

মতিউর রহমান নিজামী

একাত্তরের মানবতাবিরোধী অপরাধী ও জামায়াতের শীর্ষনেতা মতিউর রহমান নিজামীর আপিল রিভিউ খারিজ হয়ে যাওয়ায় এখন তার ফাঁসি কার্যকরে একটি মাত্র ধাপ বাকি। রিভিউয়ের আদেশের কপি ট্রাইব্যুনালে গেলে ট্রাইব্যুনাল থেকে আরেকটি আদেশ যাবে কারাগারে। সেখানে যাওয়ার পর শুরু হবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার প্রক্রিয়া।
এর আগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অপরাধী কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান প্রাণভিক্ষার আবেদন না করলেও সাকা চৌধুরী ও মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রায়ের অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর কারা কর্তৃপক্ষ নিজামীকে তা পড়ে শোনাবেন এবং প্রাণভিক্ষা চাইবেন কি-না তা জানতে চাইবেন। এসময় চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক পরীক্ষা চালাবেন এবং ফাঁসি কার্যকরে অন্যান্য ব্যবস্থা সম্পন্ন করবেন।
নিজামীর রিভিউ খারিজের রায় দেওয়ার পর মাহবুবে আলম জানিয়েছেন, প্রাণভিক্ষার বিষয়টি আসামির নিজের। প্রাণভিক্ষাপত্র তাকে নিজ হাতেই লিখতে হবে, এখানে কোনও আইনজীবীর বিষয় নেই। আর নিজামীর আইনজীবীরা বলছেন, তারা নিজামীর সঙ্গে সাক্ষাত করে প্রাণভিক্ষা বিষয়ে আলোচনা ও তার সিদ্ধান্ত জানতে চাইবেন। সেটুকু সময় তাকে দেওয়া হবে। তবে সবার আগে রিভিউয়ের রায়ের পূর্ণাঙ্গ কপি ট্রাইব্যুনালে পাঠাতে হবে। সেটাই প্রথম ধাপ।
প্রালভিক্ষা চাইবেন কিনা সেজন্য কোনও সুনির্দিষ্ট সময় তিনি পাবেন কিনা জানতে চাইলে মাহবুবে আলম বলেন, এরকম কোনও নিয়ম নেই। কারা কর্তৃপক্ষ তাকে একাধিকবার জিজ্ঞেস করতে পারেন এবং তিনি যেভাবে বলবেন সেটা তিনি জানাবেন। এরজন্য তিনি এতোদিন সময় পাবেন বা পাবেন না এক্ষেত্রে তার উল্লেখ নেই।

আরও পড়ুন-

চূড়ান্ত বিচারে নিজামীর ফাঁসির রায় বহাল

নিজামীর বিরুদ্ধে যত অভিযোগ

যে পথে মন্ত্রী হন বদর নেতা



/ইউআই/এফএস/