ব্যবসা ক্ষেত্রে জটিলতা কমলে দেশে বিনিয়োগ বাড়বে বলে মন্তব্য করেছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের প্রেসিডেন্ট নাসিম মঞ্জুর। আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের বাজেট নিয়ে জনমানুষের প্রত্যাশা তুলে ধরতে 'কেমন বাজেট চাই' শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।
বাংলা ট্রিবিউনে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকিতে নাসিম মঞ্জুর বলেন, 'বাজেটের পুরো আলাপটাই হয় রাজস্ব নিয়ে। কিন্তু সার্বিকভাবে এখানে পরিবর্তন দরকার। আমরা যারা বিনিয়োগ করি তারা জানি, ব্যবসা করার যে খরচ তা ক্রমশই বাড়ছে। ব্যবসা ক্ষেত্রে যেভাবে জটিলতা বাড়ছে তাতে সহসা বিনিয়োগ বাড়বে না। জটিলতা কমালেই কেবল বিনিয়োগ বাড়তে পারে।'
তিনি আরও বলেন, 'বলা হচ্ছে সুদের হার কমানো হয়েছে। কিন্তু প্রতিবেশী দেশ ভারতে সুদের হার ৯, ৭ কিংবা ৫ শতাংশ। সেখানে গত কয়েক বছরে ৩২ বার পেট্টোলিয়ামের দাম কমানো হয়েছে। অথচ আমরা ক্রমশ দাবি জানিয়ে আসলেও তা কমানো হয় না। এভাবে চলতে থাকলে বাংলাদেশে ব্যবসায়ীরা টিকে থাকতে পারবে না। লাভ কমে গেলে বিনিয়োগ কমে যাবে। ব্যবসার খরচ এবং জটিলতা কিভাবে কমানো যায় সেদিকে নজর দেওয়া উচিত।'
আলোচনার শুরুতে একাত্তর টেলিভিশনের পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, 'এবারের বাজেট কলেবরে বড় মনে হচ্ছে কিন্তু বাংলাদেশে এর চেয়ে বড় বাজেট প্রয়োজন। কারণ অবকাঠামোসহ বিভিন্ন খাতে অনেক বিনিয়োগ প্রয়োজন আছে। আমাদের ৫০ শতাংশ মানুষ আয়করের বাইরে এখনও। তাদের যদি করের মধ্যে আনা না যায় তাহলে যারা কর দিচ্ছে তাদের ওপরই চাপ বাড়বে।'
বাংলা ট্রিবিউন কার্যালয়ে অনুষ্ঠিত এ গোলটেবিলে দেশের অর্থনীতিবিদ, গবেষক, উদ্যোক্তা, সাংবাদিকদের উপস্থিতিতে বৈঠকিতে সামনের বাজেট কেমন চাই সে নিয়ে আলোচনা চলছে। ‘কেমন বাজেট চাই’ শীর্ষক এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১-এর সহযোগিতায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে।
মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের প্রেসিডেন্ট নাসিম মঞ্জুর, অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান এন্টারপ্রেনার বাংলাদেশের প্রেসিডেন্ট মৌসুমি ইসলাম, ইএবি-এর প্রেসিডেন্ট সালাম মুর্শেদী, সিপিডি’র ফেলো রিসার্চার তৌফিকুল ইসলাম খান, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, সাংবাদিক ইশতিয়াক রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আবু আহমেদ এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল। বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত।
ছবি: নাসিরুল ইসলাম
/ইউআই/এমআর/ এএইচ/