কর্মসংস্থান বৃদ্ধি বড় চ্যালেঞ্জ

IMG_8575

আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সিপিডির ফেলো রিসার্চার তৌফিকুল ইসলাম খান। বাজেট নিয়ে জনমানুষের প্রত্যাশা তুলে ধরতে 'কেমন বাজেট চাই' শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।

বাংলা ট্রিবিউনে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকিতে তৌফিকুল ইসলাম খান বলেন, 'আমাদের দেশে ব্যক্তি বিনিয়োগের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে। কর্মসংস্থানের যে পরিসংখ্যান দেওয়া হয়, তাও ভালো নয়। এ বছর আমরা ষান্মাসিক একটি পরিসংখ্যান পেয়েছি। তাতে দেখা যাচ্ছে- ২০১৩ থেকে জুলাই ২০১৫ পর্যন্ত ৩ লাখ কর্মসংস্থান হয়েছে যেটা আগে প্রায় ১৩ লাখ ছিল। দুই বছর সময়ে ম্যানুফ্যাকচারিং সেক্টরে ১২ লাখ কর্মসংস্থান কমে গেছে।'

বৈঠকে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের প্রেসিডেন্ট নাসিম মঞ্জুর বলেন, 'বাজেটের পুরো আলাপটাই হয় রাজস্ব নিয়ে। কিন্তু সার্বিকভাবে এখানে পরিবর্তন দরকার। আমরা যারা বিনিয়োগ করি তারা জানি, ব্যবসা করার খরচ ক্রমশই বাড়ছে। ব্যবসা ক্ষেত্রে যেভাবে জটিলতা বাড়ছে তাতে সহসা বিনিয়োগ বাড়বে না। জটিলতা কমালেই কেবল বিনিয়োগ বাড়তে পারে।

বাজেট নিয়ে `বাংলা ট্রিবিউন বৈঠকি`

বাংলা ট্রিবিউন কার্যালয়ে অনুষ্ঠিত এ গোলটেবিলে দেশের দেশের অর্থনীতিবিদ, গবেষক, উদ্যোক্তা, ব্যবসায়ী ও সাংবাদিকদের উপস্থিতিতে বৈঠকিতে 'কেমন বাজেট চাই' শীর্ষক আলোচনা চলছে। এই বৈঠকি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভিতে।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের প্রেসিডেন্ট নাসিম মঞ্জুর, অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান এন্টারপ্রেনার বাংলাদেশের প্রেসিডেন্ট মৌসুমি ইসলাম, ইএবি-এর প্রেসিডেন্ট সালাম মুর্শেদী, সিপিডি’র ফেলো রিসার্চার তৌফিকুল ইসলাম খান, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, সাংবাদিক ইশতিয়াক রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল। বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত।

ছবি: নাসিরুল ইসলাম

/ইউআই/এমআর/এএইচ/