জাসদ ভুল করে থাকলে ইতিহাস তার বিচার করবে: ইনু

হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘এখন ইতিহাস চর্চার সময় নয়। এখন জঙ্গিবাদ দমনের সময়। আওয়ামী লীগের এক নেতা জাসদ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা অসম্মানজনক, দুঃখজনক এবং অনভিপ্রেত। জাসদ যদি কোনও ভুল করে থাকে তাহলে ইতিহাস তার বিচার করবে।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার সঙ্গে কোনও রাজনৈতিক দল জড়িত, এটা বলা ঠিক নয়। জাসদ ও আওয়ামী লীগ গভীর চিন্তা করে ঐক্য গড়েছে। কারও বক্তব্যে এ ঐক্য ক্ষতিগ্রস্ত হবে না।’ ১৪ দলসহ জাসদ নেতাকর্মীদের কোনও নেতার বক্তব্যে উত্তেজিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দেন তিনি।

বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের ১০টি প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

ইনু বলেন, ‘মন্ত্রী কে থাকবেন আর কে থাকবেন না- তা নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে তথ্যমন্ত্রী হিসেবে আমার কোনও এখতিয়ার নেই।’

/এসআই/এটি/এপিএইচ/

আরও পড়ুন

বঙ্গবন্ধু হত্যার জন্য আওয়ামী লীগই দায়ী: আ স ম রব

আশরাফের মুখ ‘বন্ধ’ করুন: প্রধানমন্ত্রীকে জাসদ

আ.লীগ-জাসদের ঝগড়া উপভোগ করছে বিএনপি