নতুন করে ১৬ ইউনিয়ন যুক্ত হওয়ায় ঢাকা সিটি করপোরেশন এলাকার আয়তন ১২৯ বর্গকিলোমিটার থেকে বেড়ে ২৭০ বর্গকিলোমিটারে গিয়ে দাঁড়াল।
আরও পড়ুন: বাংলাদেশের খেলা না থাকায় ক্ষুব্ধ তামিম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত গেজেট জারি হয়েছে।
এর আগে গত ৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় দুই সিটি সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এর ফলে প্রায় ১০ লাখেরও বেশি মানুষ ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশনের আওতায় এলো।
মন্ত্রণালয়ের গেজেটে দেখা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বেরাইদ, বাড্ডা, ভাটারা, সাঁতারকূল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনি (খিলক্ষেত) এবং ঢাকা দক্ষিণে শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা,দক্ষিণগাঁও ও নাসিরাবাদ ইউনিয়ন যুক্ত হয়েছে।
গেজেটে বলা হয়েছে,ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় গণবিজ্ঞপ্তি জারি করে জনগণের মতামত নিয়ে সিটি করপোরেশনে অর্ন্তভুক্তির পক্ষে.প্রতিবেদন পাওয়া যায়। যার আলোকে এসব এলাকা সিটি করপোরেশনে অর্ন্তভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
২০১১ সালের ডিসেম্বরে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে বিভক্ত করা হয়।
আরও পড়তে পারেন: আবার অন্য নায়কের বিপরীতে অপু
/ইএইচএস/এমএসএম /