রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,স্বার্থান্বেষী, কুচক্রী মহল শান্তির ধর্ম ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের একটি অংশকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
ছাত্রশিক্ষক,অভিভাবকসহ সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,এ ধরনের লেবাসধারী, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।
রবিবার (১০ জুলাই) রাজধানীর ঢাকা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষাপ্রতিষ্ঠানের সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন,শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে উঠতি বয়সী শিক্ষার্থীদের আচার-আচরণ,চলাফেরার প্রতি বিশেষভাবে লক্ষ রাখতে হবে। শিক্ষার্থীদের মধ্যে কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
কারও সন্তান নিখোঁজ হলে থানায় জিডি করে রেডিও,টেলিভিশন,পত্রপত্রিকার মাধ্যমে প্রচারের ব্যবস্থা নেওয়ার জন্য এ সময় অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। আইন-শৃঙ্খলা বাহিনী নিখোঁজ ব্যক্তিদের সন্ধান লাভে সর্বাত্মক চেষ্টা চালাবে বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে একটানা ১০ দিনের বেশি অননুমোদিতভাবে অনুপস্থিত শিক্ষার্থীদের খোঁজ-খবর নেয়ার জন্য শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। তবে কাউকে অযথা হয়রানি করা যাবে না বলে শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দেন।
তিনি বলেন,দেশ ও জাতির স্বার্থে এ ঘৃণ্য অপশক্তিকে প্রতিরোধ করতেই হবে। 

নবীনবরণ অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর ড. এস.এম. ওয়াহিদুজ্জামান, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান এবং বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি আই.কে. সেলিম উল্লাহ খোন্দকারও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোয়াজ্জম হোসেন মোল্লাহ।

আরএআর/এবি/এপিএইচ

আরও পড়ুন:

নজরদারির আওতায় আসছে জুমার নামাজ

বাংলাদেশে পিস টিভি বন্ধের সিদ্ধান্ত