‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’


জুনাইদ আহমেদ পলকতথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জাতীয় পতাকা হাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গিবাদবিরোধী সমাবেশে যোগ দেওয়ার জন্য দেশের তরুণ প্রজন্মের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
সোমবার নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন,‌‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়।’
সোমবার বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের পক্ষ থেকে জঙ্গিবাদবিরোধী এই সমাবেশের আয়োজন করা হয়েছে। 
অারও পড়তে পারেন: গুলশান হামলার ঘটনা তদন্তে সহায়তা দিচ্ছে এফবিআই
স্ট্যাটাসে জুনাইদ আহমেদ পলক বলেন,‘বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যতবারই আঘাত এসেছে ততবারই বাঙালি তরুণরা প্রতিঘাতে ও প্রতিউত্তরে জবাব দিয়েছে। ৫২-তে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে ও ৭১-এ স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমাদের তরুণ প্রজন্মই। ১৯৯১,২০০৮ ও ২০১৪ সালে জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সমুন্নত রাখার সংগ্রামে বরাবরই এগিয়ে এসেছে অকুতোভয় তরুণ প্রজন্ম। বাঙালির জীবনে অত্যন্ত অর্থবহ সকল ক্রান্তিকালে তরুণ প্রজন্ম কখনও নিশ্চুপ ছিল না। ২০০১-০৬ সালে বিএনপি-জামায়াতের জঙ্গিবাদে মদদদান থেকে শুরু করে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে স্বাধীনতাবিরোধী সমন্বিত শক্তির পেট্রোল সন্ত্রাসের বিরুদ্ধেও দাঁতভাঙা জবাব দিয়েছিল এই তরুণ জনগোষ্ঠীই।’



তিনি আরও বলেন,‘শান্তির ধর্ম ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করে আজ তরুণ প্রজন্মের ক্ষুদ্র একটি অংশকে ব্যবহারের মাধ্যমে একটি গোষ্ঠী রক্তের হোলি খেলায় মেতেছে। তাদেরকে ব্রেনওয়াশ করে সেই গোষ্ঠী বাংলাদেশকে পেছনে ঠেলে দিতে চায়। লক্ষণীয়ভাবে সেই ব্রেনওয়াশের বিরুদ্ধেও আজ আমাদের তরুণ প্রজন্ম। কারণ,তরুণ প্রজন্ম বিশ্বাস করে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতেই হবে।’

স্ট্যাটাসে বলা হয়েছে,‘আসুন,সারাবিশ্বকে জানিয়ে দেই,বাংলাদেশ জঙ্গিবাদের বিরুদ্ধে,বাংলার তরুণ সমাজ জঙ্গিবাদকে প্রতিহত করে এবং করবে। জাতীয় নিরাপত্তায় তারুণ্য এগিয়ে এসেছে। সংকট মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বে এবারও তরুণ সমাজ ঐক্যবদ্ধ।’

আরও পড়তে পারেন: অনলাইনে জঙ্গি বানানোর ফাঁদ!

 /এইচএএইচ/এমএসএম/