নর্থ সাউথের প্রো-ভিসি সাময়িক বরখাস্ত

অধ্যাপক গিয়াস উদ্দিননর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপউপাচার্য (প্রো-ভিসি) গিয়াসউদ্দিন আহসানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ সোমবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউন এই তথ্য নিশ্চিত করেছেন।

বেলাল আহমেদ বলেন, প্রো-ভিসি আটক থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয় প্রশসান তাকে সমায়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন।

এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী গিয়াসউদ্দিন আহসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

উল্লেখ্য, গুলশানে হামলাকারীদের বাড়ি ভাড়া দেওয়া ও তথ্য গোপন রাখার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রো-ভিসিসহ চারজনকে গত শনিবার আটক করে পুলিশ। পরে রবিবার তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামানের আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক হুমায়ন কবির। শুনানি শেষে আদালত ৮ দিন রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন- 

জঙ্গিবাদের বিরুদ্ধে আবারও সবাইকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
জামালপুরের ৩ রাজাকারের ফাঁসি, ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

/আরএআর/এনএস/এফএস/