‘ইয়েস, আমি বাঙালি’

gulshan-hamla--1গুলশানে হালি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গিদের কাছ থেকে প্রাণে বাঁচতে নিজেকে ‘বাঙালি’ হিসেবে পরিচয় দেন ভারতীয় নাগরিক সাত প্রাকাশ। রেস্টুরেন্টে খেতে গিয়ে জঙ্গি হামলার মধ্যে পড়ে যান তিনি। তবে বাঙালি পরিচয় দিয়ে প্রাণে বেঁচে যান সাত প্রাকাশ। আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় তিনি ইংরেজি ভাষায় যে জবানবন্দি দিয়েছেন সেখানে এ কথা উল্লেখ করা হয়েছে।

জবানবন্দিতে তিনি লিখেছেন, ‘হামলাকারী (একজন) জানতে চাইলো আমি বাঙালি কিনা? আমি বললাম, ‘ইয়েস আমি বাঙালি’ (অন্য প্রত্যক্ষদর্শীরা সামান্যই বাংলা বলতে পারতো, তবে বাংলায় বেশিরভাগ কথাই বুঝতো)। হামলাকারীরা তাদের বাংলায় শুয়ে পড়তে বললো। আমি শুয়ে পড়লাম। শ্রীলঙ্কান এক দম্পতি তখনও দাঁড়িয়েছিলেন। তখন বন্দুকধারী ওই হামলাকারী আমাকে ভেতরে চলে যেতে বললো এবং আমাকে বাংলাদেশি অন্য লোকজনের সঙ্গে বসতে বললো।’

/এফএস/এপিএইচ/