পুলিশ তার একটা ছবি পেয়েছে। তবে বিস্তারিত কোনও তথ্য পায়নি।
শুক্রবার (১২ আগস্ট) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এই তথ্য জানান। তিনি জানান, তার আইডিতে হামলার ছবি দেওয়া হয়েছিল।গোপন টেক্সট বা আপসের মাধ্যমে গুলশান হামলার ছবি তার কাছে পাঠানো হয়েছিল। সে তা ওপেন করেছিল। পুলিশ এক জঙ্গির মোবাইল থেকে তা উদ্ধার করেছে।
মারজানের বিষয় পুলিশ জানিয়েছ, সে শিক্ষিত, তামিমের পরের সারির নেতা সে। তবে তার আসল নাম পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন-
সাত প্রকাশের জবানিতে গুলশান হামলার ভয়াবহ চিত্র
তাহমিদ-হাসনাতকে নিয়ে যা যা বললেন সাত প্রকাশ
ইংরেজি জবানবন্দির একটি বাক্য বাংলায়
মিডিয়া বা পুলিশের কাউকে চেনেন?
/এআরআর/এফএস/