অভিজিৎ-দীপন হত্যার মূল পরিকল্পনাকারী সেলিমকে ধরিয়ে দিলেই ৫ লাখ টাকা

সেলিম

ব্লগার ও লেখক অভিজিৎ রায় ও জাগৃতি’র প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যার মূল পরিকল্পনাকারী সেলিমকে ধরিয়ে দিতে আবারও পাঁচ লাখ টাকার পুরস্কার ঘোষণা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার দুপুরে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি প্রকাশিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে, ড. অভিজিৎ রায় হত্যার অন্যতম পরিকল্পনাকারী এবং প্রকাশক ফয়সাল আরেফিন দীপন, ব্লগার নিলাদ্রী নীলয়, ওয়াশিকুর বাবু, নাজির উদ্দিন সামাদ, জুলহাজ মান্নান এবং তনয় হত্যাকাণ্ডগুলোর সার্বিক নেতৃত্ব প্রদানকারী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আল ইসলাম এর শীর্ষস্থানীয় নেতা সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী-২ (প্রকৃত নাম নাও হতে পারে) কে ধরিয়ে দিন। তার সম্পর্কে তথ্য দাতাকে ঢাকা মহানগর পুলিশ আবারও ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে।

এসংক্রান্ত তথ্য দেওয়া যাবে ডিএমপির ফেসবুক অ্যাকাউন্টে। অথবা ফোন করতে হবে ০১৭১৩৩৭৩১৯৪, ০১৭১৩৩৭৩১৯৮, ০১৭১৩৩৭৩২০৬ নম্বরে। এছাড়াও পুলিশের তথ্য পাওয়ার অ্যাপ ‘হ্যালো সিটি’তেও এ বিষয়ে তথ্য দেওয়া যাবে।

এর আগে এ বছরের ১৯ মে এই দুটি হত্যাকাণ্ডের ঘটনায় সেলিমসহ আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে ধরিয়ে দিতে ১৮ লাখ টাকা ঘোষণা করেছিল ডিএমপি। সেসময়েও সেলিমকে ধরিয়ে দিতে পারলে ৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

/এনএল/এআরআর/এসটি/টিএন/