নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কমুক্ত রাখার আহ্বান আশরাফের



সৈয়দ আশরাফুল ইসলামনির্বাচন কমিশন ও বিচার বিভাগসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কমুক্ত রাখতে বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করলে গণতন্ত্র থাকবে না। সভ্যতা থাকবে না। আসুন সবাই মিলে এ প্রতিষ্ঠানগুলোকে বিতর্কমুক্ত রাখি।’
নির্বাচন কমিশন গঠন নিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন প্রক্রিয়া অনুসারে রাষ্ট্রপতি গঠন করবেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের স্তম্ভ। সবকিছুকে বিতর্কিত করলে আমরা যাবো কোখায়।’
দেশে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণ-সংবর্ধনা দেওয়া উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দ আশরাফুল ইসলাম। সভায় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।  
পিএইচসি/এমডিপি/ এপিএইচ/
আরও পড়ুন: ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী