সাংবাদিক মারধরের ঘটনায় জাবি ছাত্রলীগের তিন নেতা-কর্মী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়একটি অনলাইন সংবাদপত্রে কর্মরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে মারধরের ঘটনায় শাখা ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- জাবি শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটো (ইতিহাস, ৪০তম আবর্তন), সহ-সম্পাদক জি এম ইকরামউদ্দিন অমি (মার্কেটিং, ৪০তম আবর্তন) ও ছাত্রলীগকর্মী ইকরাম নাহিদ (পরিসংখ্যান, ৪৩তম আবর্তন)।

এছাড়া বায়েজিদ ইসলাম নামের আরেক ছাত্রলীগ কর্মীকে সতর্ক করা হয়েছে। শাস্তি পাওয়া সবাই বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।

এদের মধ্যে মহিতোষ রায় টিটোকে দুই বছর এবং ইকরামউদ্দিন অমি ও ইকরাম নাহিদকে ছয় মাসের জন্য বহিষ্কার ও ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।

গত ৮ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলামকে মারধর করে ছাত্রলীগ নেতা-কর্মীরা। শফিকুল জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী। মারধরে জড়িত থাকার অভিযোগে গত ২৭ জুন অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় ওই তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এসএনএইচ/