র‌্যাব পরিচয়ে তুলে নেওয়া হয়েছে নগর পরিকল্পনাবিদকে!

মনসুর আহমেদ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চাকরিচ্যুত নগর পরিকল্পনাবিদ মো. মুনসুর আহমেদকে (৫২) র‌্যাব পোশাক পরিহিত কয়েকজন লোক বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। এই ঘটনায় তিনি উত্তরা পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এরকম কাউকে আটক করা হয়নি বলে দাবি করেছে র‌্যাব।

জিডিতে বলা হয়েছে, গত ২৩ অক্টোবর ভোর রাত পৌনে ৪টার দিকে তাকে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসার ফ্ল্যাট-সি থেকে তাকে মনসুরকে নেওয়া হয়। বুধবার (২৩ অক্টোবর) এই জিডি করা হয়।

জিডিতে মনসুর আহমেদের স্ত্রী অভিযোগ করেন, ‘আমার স্বামী মুনসুর আহমেদ একজন প্রধান নগর পরিকল্পনাবিদ। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গুলশান শাখায় কর্মরত ছিলেন। তিনি চাকরিচ্যুত ছিলেন। গত মে মাসে তিনি চাকরিচ্যুত হন। আমি আমার স্বামী ও বাচ্চাদের নিয়ে উপরোক্ত ওই ঠিকানায় বসবাস করি। ২৩ অক্টোবর ভোর রাত ৩টা ৪৫ মিনিটে আমার বাসার নিচে ৪/৫ জন সাদা পোশাককারী ও দশজন র‌্যাবের পোশাক পড়া লোক আসেন। ওই ব্যক্তিরা বাসার দারোয়ানকে বলে, তারা আমাদের ফ্ল্যাটে যাবে এবং আমাদের নিতে আসছে। দারোয়ান রাজি না হওয়া ওই ব্যক্তিরা তাকে মারধর করে। পরবর্তীতে দারোয়ান ওই ব্যক্তিদের আমাদের ফ্ল্যাটে নিয়ে আসেন। তারা আমার দরজার সামনে এসে কলিং বেল বাজায়। কলিং বেলের শব্দ শুনে আমি ও আমার স্বামী ঘুম থেকে উঠি। আমাদের দরজা খুলতে দেরি হওয়ায় কুঠার দিলে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ভেতরে ঢুকে আমার স্বামীকে মারধর করে। আমি ও আমার স্বামী এর কারণ জানতে চাইলে লোকগুলো কোনও কারণ বলেনি। তারা আমার স্বামীর হাতে হাতকড়া পরিয়ে বাসা থেকে বের করে গাড়িতে তুলে নিয়ে যায়। তাকে নিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুজি করেও কোথাও পাওয়া যায়নি।’ মুনসুর আহমেদ গানের শিল্পী ছিলেন বলেও জানান তার স্ত্রী।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর বাংলা ট্রিবিউনকে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনার পর আমরা বিভিন্ন জায়গায় তার খোঁজে অভিযান অব্যাহত রেখেছি। তবে এখনও কোনও সন্ধান পাইনি।’

তবে এবিষয়ে র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমন নামের কোনও ব্যক্তিকে র‌্যাব আটক করেনি।’

এদিকে রাজধানীর বিমানবন্দর থানা পুলিশের কাছে গতকাল রাতে ১৯৯৩ পিস ইয়াবাসহ মো. রাসেল ও মুনসুর আহমেদকে র‌্যাব ১ হস্তান্তর করেছে। র‌্যাব দাবি করেছে তাদের বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাদের দু’জনকে একদিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘র‌্যাব দুই ব্যক্তিকে দিয়েছে, তবে তিনি ওই মুনসুর আহমেদ কিনা তা আমি নিশ্চিত নয়।’

আরও পড়ুন- 

আ. লীগের কেন্দ্রীয় ৩৮ পদের জন্য দৌড়ঝাঁপ

সব বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করা হবে: প্রধানমন্ত্রী

/এআরআর/এফএস/