নতুন আইন এনজিও’র কাজে বাধা সৃষ্টি করবে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হকআইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘নতুন এনজিও আইন দেশের এনজিওগুলোর কার্যক্রমে কোনও বাধা সৃষ্টি করবে না।’

বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে নেদারল্যান্ডের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত কিসভান বারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

আনিসুল হক বলেন, ‘নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, নতুন এনজিও আইন ও বাংলাদেশের মানবাধিকার বিষয়ে আলোচনা করেছেন। সম্প্রতি ব্লগার হত্যার বিচারের অগ্রগতি নিয়েও তিনি জানতে চেয়েছেন। আমি তাকে আশ্বস্থ করেছি, নতুন এনজিও আইন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এ আইন এনজিওগুলোর অধিকার ক্ষুণ্ন করবে না।’

তিনি আরও বলেন, ‘আমি তাদের জানিয়েছি, সব ব্লগার হত্যার বিচার প্রক্রিয়াধীন রয়েছে।’

/এসআই/এসএনএইচ/ এপিএইচ/