নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির





জাতীয় সংসদ ভবননারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে কমিটি সহিংসতার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য সুপারিশ করে।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি বেগম রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ, নাসরিন জাহান রত্না, ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ ও রিফাত আমিন বৈঠকে অংশ নেন।
বৈঠকে নারীর প্রতি সাম্প্রতিক সহিংসতায় কমিটি উদ্বেগ প্রকাশ করে।
বৈঠকে অর্থনৈতিক ক্ষমতায়নে ‘নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’ এবং একই ক্যাম্পাসে মহিলা বিষয়ক অধিদফতর, শিশু একাডেমি ভবন ও মহিলা সংস্থার কার্যালয়ের ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতো বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পেনশন ব্যবস্থা চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
/ইএইচএস/এমএনএইচ