সিজারিয়ান ডেলিভারি এভাবে বেড়ে যাওয়া উদ্বেগজনক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকবাংলাদেশে আশঙ্কাজনক হারে বেড়েছে সিজারিয়ান ডেলিভারি। এর হার ৬০ শতাংশ যা খুবই উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এ হার ১৫ শতাংশের বেশি হওয়া গ্রহণযোগ্য নয়। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করা হবে। এবারের প্রতিপাদ্য ‘সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি’।

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির জন্য আমাদের ৫০ হাজার মাঠকর্মী সারাদেশে কাজ করছে। তাদের সেবা দেওয়ার সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের কাজের জবাবদিহিতাও নিশ্চিত করা হয়েছে।’

প্রতিমন্ত্রী উচ্ছ্বাসের সঙ্গে বলেন, বাংলাদেশ এখন শতভাগ টিটিনাস ফ্রি। এখন মা ও শিশুদের টিটিনাস হয় না।  গত এক বছর বিষয়টি পর্যবেক্ষণের পর সংশ্লিষ্ট সংস্থা বাংলাদেশকে এ সনদ দিয়েছে।

/এসআই/বিটি/