৯ জানুয়ারি খালেদাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

খালেদা জিয়াবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৯ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহের একটি এবং নাশকতার ৯টিসহ মোট ১০ মামলায় ওইদিন হাজিরা দিতে খালেদা জিয়াকে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ ডিস্বের) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এই ১০ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৯ জানুয়ারির দিন নির্ধারণ করেন। এ সময় তিনি খালেদা জিয়াকে ওইদিন হাজিরের নির্দেশও দেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁশুলি তাপস কুমার পাল বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে খালেদা জিয়ার আইনজীবী জয়নাল আবেদিন মেজবা আদালতে সময়ের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আজ বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকা ৩ নম্বর বিশেষ জজ আদালতে হাজিরা দিতে গেছেন খালেদা। এ কারণে ১০টি মামলায় শুনানির তারিখ পেছানোর আবেদন করছেন তিনি।

খালেদা জিয়ার বিরুদ্ধে ১০টি মামলার মধ্যে রাষ্ট্রদ্রোহের একটি, দারুস সালাম থানায় নাশকতার মামলা ৮টি, যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে।

আরও পড়ুন- 


বাংলাদেশে প্রবেশ করেছে ১০ হাজার রোহিঙ্গা: জাতিসংঘ

/এসআইটি/এফএস/