তিস্তা নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

 

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকোনও শর্ত নিয়ে ভারত যাচ্ছেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,  ‘বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদী তিস্তার ন্যায্য পানি বণ্টনের ব্যাপারে আমি আশাবাদী।’ শনিবার বিকালে হাঙ্গেরি সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিগগিরই আপনি (প্রধানমন্ত্রী) ভারত সফরে যাচ্ছেন। সেই সফরে তিস্তার পানিবণ্টন নিয়ে কোনও আলোচনা হবে কিনা—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুলের এমন প্রশ্নে  প্রধানমন্ত্রী বলেন, ‘তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনের সঙ্গে আলোচনা চলছে, আমি আশাবাদী। তবে বিষয়টি নির্ভর করবে ভারত সরকার বিষয়টা কিভাবে নেবে, তার ওপর।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু তিস্তার পানির বিষয় নয়, বাংলাদেশ-ভারতের মধ্যে অভিন্ন ৫৪টি নদীর পানি বণ্টন নিয়েই আলোচনা চলছে। আমি এ ব্যাপারে আশাবাদী। এর মধ্যে এসব নদীর ড্রেজিং চলছে।’

/পিএইচসি/এমও/এমএনএইচ/