খালেদার মামলা শুনতে বিব্রত হাইকোর্ট

খালেদা জিয়াজিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৩২ সাক্ষীর সাক্ষ্য পুনরায় নেওয়ার নির্দেশনা চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন শুনতে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি। বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি শুনতে বিব্রত বোধ করায় প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দিয়েছেন।

বুধবারই তারা আবেদন শুনতে বিব্রত বোধ করেছেন জানালেও আদেশ দেননি। আজ বৃহস্পতিবার বিষয়টি প্রধান বিচারপতি বরাবর পাঠিয়ে দেওয়া হয়েছে।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

দুদকের পক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, এ আবেদন শুনতে একজন বিচারপতি বিব্রতবোধ করেছেন। এখন আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দিয়েছেন। এ আবেদন শুনানির জন্য প্রধান বিচারপতি তৃতীয় বেঞ্চ গঠন করে সেখানে পাঠাবেন।

আরও পড়ুন- 


গড়ে উঠছে রোহিঙ্গাদের নতুন বসতি

/ইউআই/এফএস/