বিআরটিএ’র ৮০ ভাগ সেবা অনলাইনে দেওয়া হবে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদেরআগামী বছরের মে মাস থেকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) ৮০ ভাগ সেবা অনলাইনে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এ পর্যন্ত ১৬ লাখ ডিজিটাল নম্বর প্লেট প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ১৩ লাখ নম্বর প্লেট বিতরণ করা হয়েছে।’

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিসির অচল ও অকেজো গাড়ি মেরামত করতে হবে। গাড়ি পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে। আর নাগরিকদের সুযোগ-সুবিধা বাড়াতে বিআরটিসির গাড়ির সংখ্যা আরও বাড়াতে হবে। এছাড়া বিআরটিসির জনবলও বাড়াতে হবে।’ অনলাইনে সেবা বাড়ানোর মাধ্যমে দুর্নীতি কমবে বলেও এসময় উল্লেখ করেন তিনি।

মন্ত্রী সড়কে গাড়ির এক্সেল লোডের বিষয়ে বলেন, ‘আগামী ১ মাসের মধ্যে মহাসড়কের নির্দিষ্ট স্থানে এক্সেল লোড কন্টোল স্টেশনের কাজ শেষ হবে। আগামী জানুয়ারি থেকে টোল নীতিমালা কার্যকর হবে।’ এসময় তিনি শুকনো মৌসুমের মধ্যে যাবতীয় কাজ শেষ করার জন্য সবাইকে নির্দেশ দেন।

মেট্রোরেল নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মেট্রোরেল রুট-১ এর দৈর্ঘ্য হবে ৩৭ কিলোমিটার। এর মধ্যে এয়ারপোর্ট, খিলক্ষেত, প্রগতি সরণি, মালিবাগ ও কমলাপুর পর্যন্ত ২৫ কিলোমিটার। আর খিলক্ষেত থেকে কেন্দুয়া ব্রিজ পর্যন্ত ১২ কিলোমিটার। এ বিষয়ে জাইকার সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) সাক্ষর হয়েছে। এ প্রকল্পের অর্থায়নের প্রাথমিক কাজ সম্পন্ন করতে ৫ জানুয়ারি জাইকার উচ্চ পর্যাযের একটি টিম বাংলাদেশে আসছে। প্রকল্পের কাজ ২০২৫ সালের মধ্যে শেষ হবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের।’

মন্ত্রী আগামী বর্ষা মৌসুমের আগে রাস্তার সব কাজ শেষ করেছে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন- 


গড়ে উঠছে রোহিঙ্গাদের নতুন বসতি

/এসআই/এমডিপি/এফএস/