১ জানুয়ারি থেকে ধর্মঘটের হুমকি অ্যাম্বুলেন্স মালিকদের

ধর্মঘটের হুমকি অ্যাম্বুলেন্স মালিকদেরবিআরটিএ-র ম্যাজিস্ট্রেট এবং ট্রাফিক পুলিশ সার্জেন্টের হয়রানি থেকে রেহাই চেয়েছে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমিতি। হয়রানি বন্ধ না হলে আগামী ১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সমিতি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে মালিক সমিতির সভাপতি মোমিন আলী এই হুমকি দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ১৫ অক্টোবর অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে আমাদের ওপর হয়রানি চলছে। বেসরকারি অ্যাম্বুলেন্স পেলেই রাস্তায় গাড়ি আটকে নানা অজুহাতে মামলা দিয়ে থাকে।’

তিনি বলেন, ‘কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও পুলিশ কখনও রোড পারমিট, কখনও গ্যাস সিলিন্ডার, কখনও কালো পেপারের অজুহাতে মামলা দায়ের, তাৎক্ষণিক জরিমানা আদায় এবং গাড়ি ডাম্পিংসহ বিভিন্নভাবে হয়রানি করা হয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের অ্যাম্বুলেন্স অন্য সব যানবাহনের মত ভাড়ায় চলে না। কেবল মানুষ অসুস্থ হলেই সেই রোগীদের বহন করি। কিন্তু পরে রোগীকে রেখে চলে আসার সময় খালি আসে।’

মোমিন আলী বলেন, ‘আমরা রাজধানীর অলি-গলির ভেতর থেকে এবং বহুতল ভবন থেকে রোগী নামিয়ে এনে হাসপাতালে পৌঁছে দেই। অনেক সময় গরীব, অহসায়, এতিম ও প্রতিবন্ধীদের জন্য ফ্রি সার্ভিস দেই। কাজেই অ্যাম্বুলেন্স ব্যবসাকে সম্পূর্ণ সেবামূলক ব্যবসা ঘোষণা করতে হবে।’

এসময় সারাদেশের অ্যাম্বুলেন্স মালিক সমিতির মালিক ও চালকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- 


গড়ে উঠছে রোহিঙ্গাদের নতুন বসতি

/আরএআর/এফএস/