শেখ হাসিনার ভারত সফর পিছিয়ে গেছে

শেখ হাসিনাপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভারত সফর পিছিয়ে গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, অনিবার্য কারণবশত সফরটি বাংলাদেশের পক্ষ থেকে পিছিয়ে দেওয়া হয়েছে।
আশা করা হচ্ছে, আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে এ সফরটি হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসের ১৮ ও ১৯ তারিখে শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।




প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের দিল্লি সফরে বাংলাদেশের পক্ষ থেকে পানি সহযোগিতার ওপর জোর দেওয়ার কথা ছিল|
অন্যদিকে ভারতের পক্ষ থেকে জোর দেওয়া হচ্ছিল  নিরাপত্তা, সামরিক ও সন্ত্রাসবাদ সহযোগিতার ওপর।
এর আগে ২০১০ সালে শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে ভারত সফর করেন। এছাড়া, গত অক্টোবরে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস-বিমসটেক সম্মেলনে যোগ দেন তিনি।
এসএসজেড/এপিএইচ/


আরও পড়ুন:  
হাসপাতাল নাকি আবাসিক হোটেল!
‘নম্বর ঠিক রেখে অপারেটর বদল’ সেবা চালু নিয়ে জটিলতা বাড়ছেই