৫ জনকে রোকেয়া পদক দেওয়া হবে এখন থেকে

রোকেয়া পদক

নারী উন্নয়ন ও নারীর আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় জন্য এতদিন দুজন নারীকে রোকেয়া পদক দেওয়া হতো। এখন থেকে সেই পুরস্কার ৫ জনকে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

শুক্রবার বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।

এবার আরোমা দত্ত ও বেগম নূরজাহানকে রোকেয়া পদক প্রদান করা হয়। এসময় রোকেয়া পদক দুজন থেকে বাড়িয়ে ৫ জন দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

পদক পাওয়ার পর আরোমা দত্ত বলেন, ‘এ পুরস্কার সব সংগ্রামী নারীর। আমি শুধু বাহক।’

বেগম নূরজাহান বলেন, পদক পেয়ে দায়িত্ব বেড়ে গেলো। আরও নিবেদিত হয়ে কাজ করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

 /পিএইচসি/এসটি/