কলেজ শিক্ষকের চাকরি ২ বছর না হলে ঢাকা মহানগরে বদলি নয়

শিক্ষা মন্ত্রণালয়সরকারি কলেজে নতুন নিয়োগ পাওয়া কোনও শিক্ষকের (প্রভাষক) চাকরি দুই বছর না হলে ঢাকা মহানগর এলাকায় বদলি হতে পারবেন না। আর নির্ধারিত সময়ে বছরে দুইবার আবেদন করতে পারবেন। তবে স্বামী বা স্ত্রীর কর্মস্থলের নিকটে আবেদন করা যাবে, তবে এটি অধিকার হিসেবে গণ্য করা যাবে না। এসব বিধান রেখে রবিবার (১৫ জানুয়ারি) ‘সরকারি কলেজের শিক্ষক বদলি ও পদায়ন নীতিমালা’ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রভাষক পদে প্রথম দফায় জানুয়ারি মাসে ও দ্বিতীয় দফায় জুলাই মাসে বদলির আবেদন করা যাবে। এছড়া সহকারী অধ্যাপক প্রথম দফায় মার্চে ও দ্বিতীয় দফায় সেপ্টেম্বরে, সহযোগী অধ্যাপকে প্রথম দফায় মে ও দ্বিতীয় দফায় অক্টোবরে এবং অধ্যাপক প্রথম দফায় জুন ও দ্বিতীয় দফায় ডিসেম্বরে বদলির আবেদন করতে পারবেন।
নীতিমালায় বলা হয়, নির্ধারিত সময়ে মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে অনুমোদিত ফরমে ইমেইলে আবেদন জমা দিতে হবে। ইমেইল ছাড়া অন্য কোনোভাবে দেওয়া আবেদন বিবেচনা করা হবে না।

এছাড়া, অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার একবছর আগে শিক্ষক ও শিক্ষা ক্যাডারের কোনও কর্মকর্তা সুবিধামতো স্থানে বদলির জন্য আবেদন করলে পদ শূন্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। তবে যেহেতু এ ধরনের কর্মকর্তার সংখ্যা অনেক, তাই বিষয়টি অধিকার হিসেবে গণ্য করা যাবে না।

নীতিমালা অনুযায়ী নির্ধারিত মাসে পাওয়া আবেদন ওই মাসেই নিষ্পত্তি করা হবে। বদলির আবেদন যাচাই-বাছাই এবং সুপারিশের জন্য ‘বাছাই কমিটি’ ও ‘সুপারিশ কমিটি’ নামে দু’টি কমিটি থাকবে। বাছাই কমিটি আবেদন যাচাই-বাছাই করে সুপারিশ কমিটির কাছে পেশ করবে। সুপারিশ কমিটির প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন হওয়ার পর বদলি বা পদায়নের আদেশ জারি করা হবে। উপজেলা পর্যায়ের কলেজগুলোর শূন্য পদে অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করা হবে। তবে সরকার ‘জনস্বার্থে’ যেকোনও কর্মকর্তাকে যেকোনও স্থানে বদলি করতে পারবে।

/এসএমএ/এমও/