সরকারি হাসপাতালের অনিয়ম তদন্তে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমরাজধানীর জাতীয় কিডনি হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও  হাসপাতালের অব্যবস্থাপনা তদন্তে পৃথক তদ্ন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে হাসপাতাল দুটির অবস্থাপনা নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে মন্ত্রী এ নির্দেশ দিয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘স্বাস্থ্যমন্ত্রী আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিগুলোকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে ছয় মাস ধরে এক্সেরে মেশিন নষ্ট থাকায় ব্যাখ্যাও আগামী তিন কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় হৃদরোগ হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালককে (প্ল্যানিং) প্রধান করে কমিটি গঠন করা হয়েছে এবং জাতীয় কিডনি হাসপাতালের জন্য আগামী রবিবার তদন্ত কমিটি গঠন করা হবে।

/জেএ/এসএনএইচ/