সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২১ মার্চ

সাগর-রুনিসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার কোনও অগ্রগতি প্রতিবেদন দাখিল না করায় আগামী ২১ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকা মুখ্য মহানগর হাকিম মো. মাজহারুল ইসলাম এই তারিখ নির্ধারণ করেন।  

ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আলতাফ হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মহানগর হাকিম মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১ এর জ্যেষ্ঠ পুলিশ সুপার ওয়ারেস আলী মিয়া সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার কোনও অগ্রগতি প্রতিবেদন দাখিল না করায় বিচারক আগামী ২১ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। পরদিন (১২ ফেব্রুয়ারি) রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/এসআইটি/এমডিপি/