শহীদ মিনার ঘিরে চার স্তরের নিরাপত্তা থাকবে: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনারঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনার ঘিরে চারস্তরের নিরাপত্তার ব্যবস্থা থাকবে। কোনও ধরনের কোনও আশঙ্কা নেই।’

রবিবার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

কমিশনার বলেন, ‘মিনারের বেদী কেন্দ্রিক, শহীদ মিনার কেন্দ্রীক, শাহবাগ, দোয়েল চত্বর ও চানখারপুল এলাকায় এই নিরাপত্তা বলয় তৈরি করা হবে। প্রতিটি প্রবেশ মুখে আর্চওয়ে গেট থাকবে। এর ভেতর দিয়ে সবাইকে
আসতে হবে। এছাড়া গেটের বাইরেও তল্লাশি চলবে। আমাদের সাদা পোশাকে ও ইউনিফর্ম পড়া পুলিশ দায়িত্ব পালন করবে।'

একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনও সুনির্দিষ্ট হুমকি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘এ ধরনের কোনও হুমকি নেই। আমাদের ডগ স্কোয়াড, সোয়াট, সাদা পোশাকে পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আট হাজার পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।  এছাড়া থাকবে পেট্রল টিম। আমরা আশা করি সুশৃঙ্খলভাবে একুশে ফেব্রুয়ারি উদযাপন করতে পারবো।’
লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ড মামলার সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে কমিশনার বলেন, ‘অভিজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজন আমাদের অভিযানে নিহত হয়েছে। দুয়েকজন আটক আাছে। বাকিদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে’
/এআরআর/আরজে/এফএস/ 

আরও পড়ুন- 


আ. লীগের ধানমণ্ডি কার্যালয়ে নেতাদের বিরুদ্ধে যত অভিযোগ