সোমবার রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সাক্ষাৎ

 

শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনারসহ অপর চার কমিশনাররাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বে নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা। সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তারা সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করেন। এরপর ১৫ ফেব্রুয়ারি নতুন কমিশনাররা শপথ নেওয়ার মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন। ১৬ ফেব্রুয়ারি সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তারা।

নতুন কমিশনাররা শিগগিরই টঙ্গিপাড়ায় জাতির জনকের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাবে বলে জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনরার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রি জে (অব.) শাহাদাৎ হোসেন।

/ইএইচএস/এমএনএইচ/