চট্টগ্রাম বন্দরে জাহাজের হোস পাইপ ফেটে কেবিন ক্রু’র অপমৃত্যু

চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে জিব্রাল্টারের পতাকাবাহী একটি জাহাজে গরম পানির হোস পাইপ ফেটে এক কেবিন ক্রু’র অপমৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

তার নাম বাসিল কাইরিস (৬০)। তিনি এমভি ক্যামিলা নামের ওই কনটেইনারবাহী জাহাজটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও ইউক্রেনের নাগরিক ছিলেন। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জাহাজটি চট্টগ্রাম-সিঙ্গাপুর রুটে পণ্য পরিবহন করতো।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ সদস্য নায়েক কাঞ্চন বড়ুয়া জাহাজটির স্থানীয় এজেন্টের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনকে জানান, আজ দুপুর আড়াইটার দিকে জাহাজটির ইঞ্জিন রুমের ভেতরে গরম পানির হোস পাইপ ফেটে বাসিলের শরীর পুরোপুরি ঝলসে যায়। কোস্টগার্ডের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সেখানেই তার মৃত্যু হয়।

তিনি জানান, ময়না তদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/টিএন/