দুই উপ-নির্বাচন: আ.লীগের মনোনয়নপত্র বিতরণ শুক্রবার থেকে

নির্বাচন কমিশনকুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ও সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে টানা তিন দিন ফরম বিতরণ করা হবে।
বুধবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত ফি বাবদ ২৫ হাজার টাকা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তবে কুসিক উপ-নির্বাচনের মনোনয়নপত্রে কোনও মূল্যের কথা উল্লেখ করা হয়নি।

ইএইচএস/এএআর/