ঢিলেঢালাভাবে রাজধানীতে হরতাল চলছে

17015367_10212033749384875_122461577_o

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতালের পালন করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। ভোর ৬টা থেকেই রাজধানীর থেকে পল্টন মোড়ে অবস্থান নিয়ে একাধিকবার মিছিল করেছে তারা। এক পর্যায়ে তারা রাস্তায় ওপর শুয়ে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ এসে তাদের উঠিয়ে দেয়। এরপর থেকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে হরতাল শান্তিপূর্ণভাবে চললেও বেলা পৌনে ১১টার দিকে শাহবাগে হরতাল সমর্থনকারীদের ওপর কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করেছে পুলিশ।

অপ্রীতিকর ঘটনা এড়াতে পল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। তবে সেখানে খণ্ড খণ্ড মিছিল করেছ হরতাল আহ্বানকারীরা। তবে তারা আর রাস্তা অবরোধ করতে পারেনি।

সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘গ্যাসের দাম বৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত হবে। দরিদ্র মানুষের ওপর আরও বেশি চাপ সৃষ্টি হবে। সরকার যৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ায়নি। জন মানুষের বাস্তব পরিস্থিতির কথা বিবেচনা না করেই অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি করেছে।’

শাহবাগে হরতাল সমর্থনকারীরা

এদিকে, রাজধানী শাহবাগে হরতাল সমর্থনকারীরা মিছিল করেছে। তবে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শাহবাগ দিয়েও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাসদ-সিপিবি’র আহ্বানে হরতালের সমর্থন দিয়েছে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা সিপিবি-বাসদের ডাকা হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছেন।

রাস্তায় ইট ফেলে অবরোধের চেষ্টা

গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দ হরতালের সমর্থনে সকাল থেকেই পল্টন, মিতিঝিল,  গুলিস্তান,  হাইকোর্ট মোড়, দোয়েল চত্বর, জাতীয় প্রেসক্লাব এলাকায় মিছিল করছে।

পল্টন মোড়ে পাথর, ইট ফেলে যান চলাচলে বাধা দেয় হরতাল কারীরা। পরে পুলিশ রাস্তা থেকে সেগুলো সরিয়ে নেয়।

/সিএ/আরজে/আরএআর/এসটি/