মিয়ানমার পরিস্থিতি আলোচনা করতে ঢাকায় আসছেন চীনের বিশেষ দূত

টেকনাফের একটি ক্যাম্পে রোহিঙ্গারামিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী ২০ মার্চ তিন দিনের সফরে ঢাকায় আসছেন এশিয়া বিষয়ক চীনের বিশেষ দূত সান গোসিয়াং।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন এ তথ্য।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চীনের বিশেষ দূত পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমার আমাদের নিকট প্রতিবেশী। সেখানকার অস্থিরতা সরাসরি বাংলাদেশের ওপর প্রভাব রাখে। আমরা মিয়ানমারে স্থিতিশীল অবস্থা দেখতে চাই এবং সে কারণে চীনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবো।’

ওই কর্মকর্তা বলেন, ‘আমরা মিয়ানমার পরিস্থিতি সম্পর্কে চীনের অবস্থান জানতে চেয়েছি। তারা আমাদের বলেছে, এটি মিয়ানমারের সমস্যা এবং এর সমাধান তাদেরকেই করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াংকে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখার জন্য একাধিকবার অনুরোধ করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চীনের রাষ্ট্রদূত বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। আশা করছি, তিনি আগামীকাল (বুধবার) রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করবেন।’

প্রসঙ্গত, গত বছরের ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের কয়েকটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হওয়ার পর এর দায় চাপানো হয় রোহিঙ্গাদের ওপর। এরপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতনে শতাধিক রোহিঙ্গা নিহত হয়। জাতিসংঘের হিসেবে, অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

এসএসজেড/এএআর/