আব্দুল্লাহ আবু সায়ীদের অস্ত্রোপচার বুধবার

অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদবিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে রবিবার (১৯ মার্চ) রাতে রাজধানীর শমরিতা হাসপাতাল থেকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে আগামী বুধবার (২২ মার্চ) তার অস্ত্রোপচার হতে পারে বলে জানা গেছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের পরামর্শক কামাল হোসাইন এবং ল্যাবএইড হাসপাতালের করপোরেট কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেনিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
গত শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের সামনের সড়ক পার হতে গিয়ে পা পিছলে পড়ে যান অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। এ সময় তার পা মচকে গেলে তাকে শমরিতা হাসপাতালে নেওয়া হয়
এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মী মেজবাহ উদ্দিন আহমেদ সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার বাংলাভিশনের সামনের সড়কের বিপরীত দিকে রাখা গাড়ির কাছে যাচ্ছিলেন স্যার। বাংলাভিশন থেকে বেরিয়ে সামনের সড়ক বিভাজকে উঠতে গিয়ে কিংবা নামতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। তার পা মচকে গেছে। স্যারের পেলভিসের জয়েন্টে ফ্র্যাকচার হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।’
আজ সোমবার (২০ মার্চ) কামাল হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্যার ভালো আছেন। আগামী বুধবার স্যারের অস্ত্রোপচার করবেন অর্থোপেডিক সার্জন অধ্যাপক আমজাদ হোসেন।’ তবে আব্দুল্লাহ আবু সায়ীদের অস্ত্রোপচারের বিষয়টি আশঙ্কাজনক নয় বলে তিনি সবাইকে হাসপাতালে ভিড় না জমাতে অনুরোধ করেন।

আরও পড়ুন-

নিতে আসেনি পরিবার, ৮ লাশ মর্গে

‘সংরক্ষিত এলাকা’ বলেই এখনও শেষ হয়নি তনু হত্যার তদন্ত

/জেএ/টিআর/