শাহজালালে ৭৭৫ গ্রাম স্বর্ণসহ আটক ১

স্বর্ণ

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৭৫ গ্রাম স্বর্ণসহ একজনকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। শনিবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।


কাস্টম হাউস সূত্রে জানা গেছে, আটক যাত্রীর নাম সুমন হোসাইন (৩৪)। তিনি শারজাহ থেকে ফিরছিলেন। তার আনা মালামালের মধ্যে তিনটি লেডিস হ্যান্ডব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগগুলোর বেল্টের রিংয়ের ভেতরে করে ৭৭৫ গ্রাম স্বর্ণ বহন করছিলেন তিনি।
আহসানুল কবির বলেন, ‘ব্যাগের রিং সাধারণ রিংয়ের মতো রুপালি রঙের হওয়ায় প্রথমে স্বর্ণ বহনের ব্যাপারটা বোঝা যায়নি। তবে সন্দেহ হওয়ায় সুমনকে কাউন্টারে পাঠানো হয়। পরীক্ষা করা হলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
তিনি আরও জানান, সুমনের বাড়ি মাদারীপুর। তার কাছ থেকে জব্দ করা স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
/সিএ/এমএ/