লুক্সেমবার্গ ও কিরগিজস্তানের সঙ্গে সমঝোতা স্মারকে একমত তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সফররত দুই অনারারি কনসাললুক্সেমবার্গ ও কিরগিজস্তানের সঙ্গে তথ্য ও গণমাধ্যম ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা স্মারকের বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে লুক্সেমবার্গে নিযুক্ত থিয়েরি রেইশ ও কিরগিজস্তানে নিযুক্ত তাইমিরবেক আরকিনভের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
রবিবার (১৬ এপ্রিল) বিকালে সচিবালয়ে তথমন্ত্রীর দফতরে তার সঙ্গে মিলিত হন সফররত দুই অনারারি কনসাল। এ সময় পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে প্রায় চার হাজার বছরের পুরনো এ দেশের সভ্যতা, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বছরে শতকরা ৭-এ উন্নীত হওয়ার সংক্ষিপ্ত চিত্র কনসালদের কাছে তুলে ধরেন তথ্যমন্ত্রী।
সূত্র: বাসস
/জেএইচ/