'মূর্তি' সরানোর দাবিতে বায়তুল মোকাররম এলাকায় অবস্থান নিয়েছে ইসলামী আন্দোলন

18052858_1302402899845398_1790514702_n

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর দাবিতে জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় অবস্থান নিয়েছে ইসলামী আন্দোলন। এ সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিয়েছে। ফলে পল্টন মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। দলটির প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম জানিয়েছেন, সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা সারাদেশ থেকে ঢাকায় এসেছেন।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর  মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম,  প্রেসিডিয়াম সদস্য  সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, নায়েবে আমির  মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব  মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন উপস্থিত থাকবেন।

18051721_10212552532794136_1358141915_n

এর আগে  ২০ এপ্রিলের মধ্যেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য সরাতে আল্টিমেটাম দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

18052815_10212552534554180_556734887_n - Copy

দলটির  ২১ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা ছিল। পুলিশের অনুমতি না পাওয়ায় বায়তুল মোকাররমের সামনে নামাজের পর সমাবেশ করবে। সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

/সিএ/আরজে/এসটি/